সাথী আমার বাঁধনহারা,
স্বাধীন পাখি,
নীল আকাশে মেলেছে ডানা,
হৃদয়হরা।
খোলা আঁচল, আগুন ঝরা,
রঙিন আঁখি;
স্বপ্নে হারায় প্রেমের কানা,
পাগলপাড়া।
সাথী আমার স্বপ্নের ডালি,
জোছনা ভরা,
জ্বলন্ত ওই তোমার শোভা,
হারিয়ে কথা
অন্তরে জাগে ওই সু প্রভা
নীরব ব্যাথা;
গভীর রাতে শুধুই জ্বলি,
পাগলপাড়া।
পথ ভোলা পাশব এ মন
বড় বেয়াড়া,
সময় নষ্ট, পিরিত মিছে,
শখ তামাশা
হারায় কোথায়, কার পিছে
অলীক আশা?
মরু পথে ঝর্ণার স্পন্দন
পাগলপাড়া।
(হাওড়া, ২১/০৫/২০২৫)
Comments